বান্দরবানে জেলা বিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জম্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা


প্রকাশের সময় :১৯ জানুয়ারি, ২০১৮ ৯:১০ : অপরাহ্ণ 673 Views

মোহাম্মদ আলী (জেলা প্রতিনিধি) বান্দরবান:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা,পৌর শাখা,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক,বহু দলীয় গণতন্ত্রের প্রবত্তা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম এর ৮২তম জাম্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় বান্দরবান চৌধুরী মার্কেটের বিএনপির কার্যলয়ে অনুষ্ঠিত হয়।বান্দরবান পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মুজিবুর রশিদ, বান্দরবান জেলা তরুন দলের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য লুসাই মং,সেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস হায়দার রুশু,বান্দরবান উপজেলা বিএনপি’র নেতা মোঃ আয়ূব আলী মেম্বার,বিএনপি নেতা মোঃ আবু তাহের,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান ছিদ্দিকী,উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ আলাউদ্দীন আলো,পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃজিয়া উর রহমান,মিডিয়া দলের সদস্য সচিব ওমর ফারুক (জিহাদ),মোঃহাসান, রুবেল প্রমুখ।দোয়া মাহফিল ও মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলা আলী আকবর ও মাওলানা ওসমান গণি।আলোচনা সভায় বক্তারা বলেন,আমরা শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি,বর্তমান সরকার গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলী দেখি জাতীয়তাবাদী দল বিএনপিকে সমাবেশ করার অনুমতি না দিয়ে সরকার প্রমাণ করেছে তারা গণতন্ত্র বিশ্বাসী নয়।বর্তমান সরকার পুলিশ বাহিনীকে তাদের লাঠিয়াল ও ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করে বিরোধী দলের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা,হত্যা,গুমসহ নানা অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে দেশের গণতন্ত্রকে ধবংস করে দিয়েছে।আমরা গণতন্ত্র বিশ্বাস করি,দেশে এখন গণতন্ত্র বলতে কিছুই নেই,সরকার দেশে সন্ত্রাস,নৈরাজ্য,খুন,গুম,নিরহ জনগনকে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে।বর্তমানে দেশের মানুষ শান্তিতে নেই,বর্তমান সরকার দেশী-বিদেশী নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যার্থার প্রমান দিয়েছে,সরকারের উচিৎ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা,তখন মানুষকে আর বিনা বিচারে জেল খাটতে হবে না,সাধারণ মানুষকে খূন,গুম করা বন্ধ হয়ে যাবে,দেশের সাধারণ মানুষ আইনের সু-শাসন ও ন্যায় বিচার পাবে।আসুন আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে আন্দোলনে নেমে পড়ি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!