

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু কিশোরদের শীতের কম্বল বিতরণের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেনা বাহিনী।গত সোমবার (৮ জানুয়ারী) দুপুর একটায় খাগড়াছড়ি রিজিয়নের সদর জোন কমান্ডার লে: র্কণেল জি এম সোহাগ।জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি ডিজেবল পিপল্স অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সেন্টারে প্রতিবন্ধী শিশু কিশোরদের মাঝে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে এসব কম্বল বিতরণ করেন।এসময় সদর জোন কমান্ডার বলেন, পাহাড়ে কিংবা সমতলে দেশের সবর্ত্রই সেনাবাহিনী জনগণের আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে।এসময় প্রতিষ্ঠানের সভাপতি বীরবাহু চাকমা’সহ খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানটিতে প্রায় শতাধিক পাহাড়ি বাঙালি প্রতিবন্ধী বিভিন্ন বয়সের শিশু কিশোর ছাত্রছাত্রী রয়েছে।