বান্দরবান জেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০১৭ ১২:৫৩ : পূর্বাহ্ণ 660 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহিষ্কৃত নেতাদের নিয়ে গোপন বৈঠকের পর নড়েচড়ে বসেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।গতকাল মঙ্গলবার তড়িঘড়ি করে দলের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে জরুরি বৈঠক করা হয়।জেলা শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।বৈঠকে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা শফিকুর রহমান,মংঞো প্রু চৌধুরী,আবদুর রহিম চৌধুরী,হ্লাথোয়াই হ্লী,কাজল কান্তি দাশ,ক্যশাপ্রু মারমা,সাধারণ সম্পাদক মোঃইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।৭টি উপজেলা ইউনিয়ন পৌরসভা ও উপজেলা কমিটির নেতারাও এতে উপস্থিত ছিলেন।আবাসিক হোটেল হিলটনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় শুরু হওয়া এই সভা রাত পর্যন্ত চলে।বৈঠকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিতে গিয়ে দলের সাংগঠনিক দূরাবস্তার চিত্র তুলে ধরেন।এছাড়া দলের মধ্যে ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে দমনের দাবিও তুলে ধরেন তৃণমূল নেতারা।এদিকে জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান ও সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গাকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিহত করার ঘোষণা দেন নেতারা।সেই সাথে শনিবারের চকরিয়া ইনানীতে কাজী মুজিবুর রহমান ও প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার গোপন বৈঠকে দলের যেসব নেতাকর্মী উপস্থিত ছিলেন,তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও দাবি তুলেন বৈঠকে উপস্থিত নেতারা।বৈঠক সম্পর্কে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা জানান,বৈঠকটি জরুরি নয়,এটি পূর্বনির্ধারিত ছিল।তবে সাংগঠনিক অবস্থা চাঙ্গা করে দলকে গতিশীল করতেই সবার মতামত নেয়া হয়েছে।আগামী সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন উপজেলা ও সাংগঠনিক থানাগুলোর কমিটি পূর্ণাঙ্গ করা হবে।শনিবারের ইনানীতে অনুষ্ঠিত গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে সভাপতি জানান, ঐ বৈঠকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতাকর্মী উপস্থিত ছিল না।ইতোমধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক নেতাকে বহিষ্কারও করা হয়েছে।তবে ঐ বৈঠকে যারা ছিল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।দলে ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে জানান সভাপতি।উল্লেখ্য,আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শনিবার কক্সবাজারের চকরিয়ার ইনানী রিসোর্টে দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান ও সাবেক সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক করেন।বৈঠকে দুই নেতাই আগামী সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বলে তারা জানান।বৈঠকটি নিয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।গোপন এই বৈঠকটির পর পরই দলে চাঙ্গাভাব আনতে মঙ্গলবার বান্দরবানে জরুরি সভা ডেকে তৃণমুলের নেতাদের দিকনির্দেশনা দিলো বান্দরবান জেলা আওয়ামীলীগ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!