মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-“উদ্ভাবনে বাড়বে কর,দেশ হবে স্বনির্ভর”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে কর অঞ্চল-২ চট্টগ্রামের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কর মেলার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।চট্রগ্রাম কর অঞ্চল ২ এর অতিরিক্ত কর কমিশনার মো:নুুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন,কর অঞ্চল ২ এর যুগ্ন কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার,পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ করদাতা অমল কান্তি দাশ প্রমুখ।কর মেলার উদ্বোধনী দিনের আলোচনা সভায় বক্তারা জানান,বিগত তিন বছর ধরে বান্দরবানে কর মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দিন দিন কর দাতার সংখ্যা বৃদ্বি পাচ্ছে,এসময় বক্তারা বান্দরবান জেলায় একটি কর অফিস স্থাপন ও সহজভাবে কর প্রদানে সকলকে সহযোগিতা করার আবেদন জানান।এবারের কর মেলায় আয়কর রির্টান দাখিল,ই-টিন রেজিষ্টেশন ও কর প্রদানের পরামর্শ প্রদান ছাড়া ও কর বিষয়ক নানা তথ্যাদি জানতে পারবে আগ্রহীরা।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত আর আগামী ৫ই নভেম্বর এই কর মেলার সমাপ্তি হবে।