বান্দরবানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের বৃওি প্রদান অনুষ্টান


প্রকাশের সময় :২১ অক্টোবর, ২০১৭ ১১:৫১ : অপরাহ্ণ 651 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন র্বোডে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের বৃওি প্রদান অনুষ্টান আজ শনিবার সকাল ১১টায় বান্দরবান অরুণ সার্কি টাউন হল এর সভা কক্ষে অনুষ্টিত হয়।শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব নুরুল আলম চৌধুুরী,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী এম আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী মোঃনুর হোসেন,বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ মোঃমকসুদুল আমিন,বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়–য়া,বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,সিনিয়র সাংবাদিক এনামুল হক কাশেমী,বুদ্ধজ্যোতি চাকমা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ,বান্দরবান সদরসহ ৭ উপজেলা বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।২০১৬-২০১৭ অর্থবছরে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন র্বোড কর্তৃক বান্দরবান পার্বত্য জেলায় প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ক-পর্যায় (কলেজ) প্রতিজনকে ৪হাজার টাকা করে মোট ২১৫জনকে ৮লক্ষ ৬০ হাজার টাকা ও খ-পর্যায় (বিশ্ববিদ্যালয়) প্রতিজনকে ৫হাজার টাকা করে মোট ২১২জনকে ১০লক্ষ ৬০ হাজার টাকা সর্বমোট ৪২৭ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৯ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।এছাড়াও রাঙ্গামাটি-বান্দরবান-খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় (ক+খ) পর্যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১হাজার ২শত ৮১জন ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বমোট-৫৭লক্ষ ৬০হাজার টাকা প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,বুলেট নয় বন্দুক নয় সব চেয়ে বড় সম্পদ শিক্ষিত মানুষের কলম,লেখা পড়া করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে,শিক্ষায় জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত করতে পারে না,আমাদের ছেলে-মেয়েরা আগামী দিনের দেশের গুরুত্বপুর্ণ স্থানে কাজ করবে সেটা আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন পার্বত্য এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন ঠাই হবে না।জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন ধর্ম নাই।তারা কোন ধর্মের অনুসারী হতে পারে না।তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাস মুক্ত করতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!