বান্দরবানে বিশ্ব খাদ্য দিবস পালিত


প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০১৭ ১:৫৯ : পূর্বাহ্ণ 549 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-“অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও খাদ্য নিরাপত্তা ও গ্রামীন উন্নয়নে বিনিয়োগ বাড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এবং স্থানীয় এনজিও হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও কারিতাস এর সহযোগিতায় গতকাল সোমবার সকালে আলোচনা সভার মধ্যে দিয়ে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস-২০১৭ পালিত হয়।বান্দরবান কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোঃমাকসুদ চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় এনজিও হেলেন কেলার ইন্টারন্যাশনাল স্যাপলিং প্রকল্পের নিউট্রিশিয়ান সেন্টিক প্রোগ্রাম অফিসার মোঃরেজাউল করিম,কারিতাস প্রোগ্রাম অফিসার রূপনা দাশ,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,তুলা গবেষক ও বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক র্কমকর্তা মংসানু মারমা।আলোচনা সভায় সঞ্চলনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ধান কর্মকর্তা চসিং মারমা।এছাড়াও আলোচনা সভায় বান্দরবানের জেলা ও উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের অফিসার ও অফিস স্টাপগণ উপস্থিত ছিলেন।অতিথিরা বলেন,আজ বিশ্ব খাদ্য দিবস সারা বিশ্বের সাথে মিল রেখে আমরাও দিবসটি উৎস উদ্ধীপনার মধ্যে দিয়ে পালন করছি।বান্দরবান একটি কৃষি বান্ধব জেলা,এই জেলার বিভিন্ন শাক-সবজি,ফলমূল উৎপন্ন হয়,এই জেলা কমলা, কলা,আনারস,পেঁেপ,আম,ভূট্টা সহ নানান জাতের কৃষি জাত পন্য উৎপন্ন হয়।উৎপাদিত কৃষি পন্য ও ফলমূল জেলার খাদ্যের চাহিদা পূরণ করে দেশে এবং দেশের বাইরেও রপ্তানী হচ্ছে,আগমীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি পন্য ও ফলমূল আরো বেশী করে উৎপাদন করা হলে তার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। আসুন আমরা সকলকে মিলে মিশে বান্দরবান পার্বত্য জেলা কে একটি আধুনিক মানের কৃষি জাত পন্য ও বিভিন্ন জাতের ফলমূল উৎপাদের কেন্দ্র হিসেবে গড়ে তুলি।পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!