পানিবন্দি মানুষদের চিকিৎসা সহায়তা প্রদানে এগিয়ে এসেছে লংগদু সেনা জোন


প্রকাশের সময় :১৯ সেপ্টেম্বর, ২০১৭ ৩:৪৩ : পূর্বাহ্ণ 687 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-রাঙামাটির লংগদু উপজেলার দূর্গম পাহাড়ী এলাকায় ইয়ারাংছড়ি।এ এলাকায় প্রায় ৭০০ এর অধিক মানুষ পানিবন্দি।ভোগছে বিভিন্ন পানিবাহিত রোগে।দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে অনেকে দুর্ভোগে পরেছে।তাই খবর পেয়ে লংগদু উপজেলার ইয়ারাংছড়ির পানিবন্দি মানুষদের চিকিৎসা সহায়তা প্রদানে এগিয়ে এসেছে লংগদু সেনা জোন।
সোমবার সকাল ৯টায় লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ওই এলাকার প্রায় ৭০০ পাহাড়ি-বাঙালী, নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।এসময় লংগদু উপজেলার ইয়ারাংছড়ি এলাকায় রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধও প্রদান করেন সেনাবাহিনী।ইয়ারাংছড়ির পানিবন্দিদের মাঝে চিকিৎসা প্রদান করেন করেন লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃরুবেল আজাদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিশ্বজিৎ মহাজন,থানা মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ নুরুল হুদা ও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মীর আহম্মেদ।সকালে মেডিক্যাল ক্যাম্পেইন উদ্বোধন করেন রাঙামাটি জেলার লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আব্দুল আলীম চৌধুরী, পিএসসি।পরে তিনি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।এসময় পানিবন্দি মানুষেদের লংগদু সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল আব্দুল আলীম চৌধুরী বলেন,উপজেলার দুর্গম এলাকার পানি বন্দি গরীব ও অসহায় জনসাধারন যারা সহজে উপজেলা সদরে এসে চিকিৎসা সেবা নিতে পারে না,তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনর উদ্দেশ্য।ভবিষ্যতেও লংগদু সেনা জোন হতে এ ধরনের বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়া তাৎক্ষনিক কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে জোন হতে জরুরী চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!