

আসন্ন নির্বাচনে ৩০০ নং আসনে ভোটাররা এবার শুধু ভোট দেবেনা সাথে পাহারাও দেবেন বলে মন্তব্য করেছেন ১১দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির ৩০০ নং আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজাউদ্দীন।মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন।তিনি বলেন,এরই মধ্যে কয়েকটি উপজেলার গন মানুষের কাছে পৌছানোর চেষ্টা করেছেন।তাদের কথা শুনেছেন।তাদের সংগঠন এখন অনেক সুসংগটিত এবং নির্বাচনের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। জনগনও তাদের সমর্থন দিচ্ছেন।যা আগামী নির্বাচনে শুধুমাত্র বিপুল ভোটে জয়ী নয় একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি।তিনি আরও বলেন, বান্দরবানের এমন ভোটারও আছেন যারা কখনোই ভোট কেন্দ্রে যায় নি।অথচ তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে।এবার তা জনগন হতে দিবে না।এবার জনগন শুধু মাত্র ভোট দিবেননা বরং হ্যাঁ ভোটকে জয়ী করতে ভোটকেন্দ্র পাহারাও দেবেন বলে উল্লেখ করেন তিনি।এছাড়া কোন দলের প্রতিদ্বন্ধীকে প্রতিপক্ষ বলে মনে করেন না। নির্বাচন ঘনিয়ে আসতে আসতে সব কিছু পরিস্কার হবে এবং দুর্গম এলাকায় নিরাপত্তার অভাববোধ করেননি কারন ভালোবাসা থাকলে ভয়টা থাকেনা বলে জানান তিনি। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।মিট দ্যা প্রেস অনুষ্টানে জেলা এনসিপি”র আহবায়ক মং সা প্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী লূক চাকমা,যুগ্ন সদস্য সচিব আ ছা ই ম সায়েম হেসেন,বান্দরবান সদর উপজেলা নির্বাচনী প্রধান-অংমেচিং মারমাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







