মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নির্বাচনী ফলাফল নিয়ে চাঞ্চল্য


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২৬ ৮:২৪ : অপরাহ্ণ 34 Views

বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী ফলাফল নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) জেলা সমবায় কার্যালয় কতৃক প্রদত্ত নথি পর্যালোচনা করার পর এই চাঞ্চল্য সৃষ্টি হয়।সমবায় কার্যালয় কতৃক এই সমিতির রেজিস্ট্রেশন নাম্বার ১৬৬ উল্লেখ করা হয়েছে।জানা যায়,বিগত ৩ ফেব্রুয়ারী”২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফলের নথিতে ফুটবল প্রতীকে ইমরান উদ্দিন বাবু কে পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি।নথিতে নির্বাচনের সকল কার্য্যক্রম সম্পন্ন হবার পর একাধিক প্রার্থী না থাকায় সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ৩২ (১) বিধিমতে তিনজন পরিচালকসহ নয় জনের একটি কমিটি ঘোষনা করে নির্বাচন পরিচালনা কমিটি পরে ঘোষিত কমিটির একটি অনুলিপি জেলা সমবায় কার্যালয়ে প্রেরন করা হয়।সেই নথির সুত্র ধরে এবিষয়ে ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় পরিচালক হিসেবে নির্বাচিত ইমরান উদ্দিন বাবু কে ফোন করা হলে (মুঠোফোন) তিনি জানান,আমি কোনও নির্বাচন করি নাই।আজই প্রথম বিষয়টি শুনলাম।আমাকে কোনও কমিটিতে রাখা হয়েছে এই বিষয়টি আমি জানতামই না।এই বিষয়ে আমাকে অবগত করা হয় নাই।এদিকে একই দিন সোমবার দুপুরে নির্বাচনী ফলাফলের নথি নিয়ে বিভ্রান্তির বিষয়টি জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এর নজরে আনা হলে তিনি বলেন,সর্বশেষ নির্বাচনী ফলাফলের নথিটি বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতি কতৃপক্ষ জেলা সমবায় কার্যালয় কে প্রেরন করেছে।এসময় তিনি আরও বলেন,৫ আগস্টের পর সমিতিতে কয়েকজন কে নতুন করে সংযুক্ত করা হয়েছে।এদিকে জেলা সমবায় কতৃক প্রদত্ত কমিটির ফলাফল বিবরনীতে নাম উল্লেখ থাকা একাধিক ব্যাক্তি এই নির্বাচনী কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রতিবেদক কে পাল্টা জানতে চেয়েছেন নির্বাচনে অংশ নিলে তো জাতীয় পরিচয় পত্র থাকার কথা এবং দাপ্তরিক কিছু বিষয় থাকে।কখন নির্বাচন হইছে কিছুই তো বুঝতে পারছিনা।এবিষয়ে নির্বাচন পরিচালনা কমিটি সদস্য আলী আকবর কে একাধিক বার ফোন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন।তবে পুরো প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলেছেন অসংখ্য মালিক ও শ্রমিকরা।তাদের প্রশ্ন এই নির্বাচন কবে এবং কোন প্রক্রিয়ায় হলো তা তো জানিনা।একাধিক প্রার্থী নেই এমন তথ্য কারা জানালো।তাছাড়া ফলাফল বিবরনীতে যাদের নাম রয়েছে তাদেরকে কখনো সমিতির নেতৃত্বে আছেন এমন কিছু কখনো বলতে শুনিনি।জেলা সমবায় কার্যালয় এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করুক।একাধিক মালিক-শ্রমিকের পাল্টা প্রশ্ন তাহলে বর্তমানে এই সমিতির সভাপতিসহ পরিচালনা পর্ষদে কারা কারা দায়িত্ব পালন করছে তা জেলা সমবায় কার্যালয়ই পরিষ্কার করুক।তাছাড়া সমবায় আইন অনুযায়ী এই সমিতির নির্বাচনে সমবায় কার্যালয়ের কোনও প্রতিনিধি ছিলো কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।উল্লেখ্য,তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা,২০০৯- এর বিধি ৩ অনুসারে গত ১১ জানুয়ারী চারটি তথ্য জানতে চেয়ে আবেদন করা হয়।এতে সর্বশেষ ৪টি নির্বাচনের তথ্য চাওয়া হয়।সেই আবেদনের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি”২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ একটি নির্বাচনের ফলাফল বিবরনী সরবরাহ করে জেলা সমবায় কার্যালয়।এর আগে গত ১১ জানুয়ারি”২০২৬ বান্দরবান মাইক্রোবাস,জিপ ও পিকআপ মালিক সমবায় সমিতির বিভিন্ন অনিয়মের বিষয়ে সমবায় অধিদপ্তর,ঢাকা এর অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) মিজ জেবুন নাহার এর নজরে আনা হয়।এসময় মুঠোফোনে তিনি বলেন,জেলা সমবায় কার্যালয় বিষয়টি দেখবে তবে প্রতিকার পাওয়া না গেলে লিখিতভাবে অধিদপ্তর কে জানান,ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর