আল-ফারুক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৭ জানুয়ারি, ২০২৬ ১:৪৪ : পূর্বাহ্ণ 14 Views

বান্দরবানের আল-ফারুক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আব্দুচ ছালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফারুক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মো.আমিন উল্লাহ।দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন,শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি।এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অধ্যাপক মো. আব্দুল আউয়াল বলেন,নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়,এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে।এক অভিভাবক বলেন,প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো.আমিন উল্লাহ বলেন,১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল-ফারুক ইনস্টিটিউট ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সমুন্নত রেখে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক মেধা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর