

বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী থানচি উপজেলা গণসংযোগ ও উঠান বৈঠকের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিন তিনি থানচির পাহাড়ি জনপদে নির্বাচনো প্রচারনা শুরু করেন।এসময় তিনি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে করমর্দন করেন।পাহাড়ি নারী- পুরুষ,বাঙালি,ব্যবসায়ী,তরুণদের সঙ্গে তিনি এসময় কথা বলেন এবং তুলে ধরেন আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপির পরিকল্পনা।এসময় রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন,বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামীর বাংলাদেশে এদেশের জনগণ ও বিএনপি’র জন্য একটি অমূল্য সম্পদ।বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ দেশের জনগণকে উপহার দিতে পারবেন।এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি,সাবেক জেলা বিএনপি সহসভাপতি আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান,জেলা বিএনপি এর যুগ্ন আহ্বায়ক মুজিবুর রশিদ,সা শৈ প্রু মারমা,আব্দুল মাবুদ,থানচি উপজেলা বিএনপি নেতা খামলাই ম্রো প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে,পাহাড়ি এই জনপদে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে।উল্লেখ্য,বান্দরবান সংসদীয় আসনে বিএনপি,এনসিপিসহ চারজন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।বান্দরবান আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ৪৪২ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬১ হাজার ৭৭৫ জন,মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৬৬৭ জন,হেলিসোটি ভোট কেন্দ্র ১১ টি।মোট ভোট কেন্দ্র রয়েছে ১৮৬টি।
লুৎফুর রহমান (উজ্জ্বল)
বান্দরবান
০১৬৭৩৭১৮২৭১







