

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের চড়ুই পাড়া এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) এই ভোটার উদ্বুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ও ৩০০ নং সংসদীয় আসন,বান্দরবান এর রিটার্নিং অফিসার শামীম আরা রিনি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজিত এই উঠান বৈঠকে এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো.রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবানের পুলিশ সুপার মো.আব্দুর রহমান,গনযোগাযোগ অধিদপ্তর এর পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াছমিন,জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,অতীতে সারাদেশে যে অন্যায়-অবিচার হয়েছে,তা আর হতে দেওয়া হবে না।এ কারণেই গণ-অভ্যুত্থান পরবর্তী সরকারের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে।এই সনদের প্রতি জনগণের সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।এসময় তিনি আরও বলেন,যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই ‘হ্যাঁ’ ভোটের সমর্থক।যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’ ভোট বলবে।তিনি এসময়,ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল শ্রেনীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।এদিন তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত সভায় অংশ নেন এবং শিক্ষক,ধর্মীয় নেতা,সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।দিনব্যাপী সফরে বান্দরবানের বেশকিছু উন্নয়ন কাজও পরিদর্শন করেন এবং জুলাই শহীদদের স্মরণে নির্মিত “জুলাই স্মৃতিস্তম্ভ” এ পুস্পস্তবক অর্পণ করেন।এছাড়াও বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার,পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।







