

বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউনিয়নে শীতার্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে উপস্থিত হয়ে অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।জানা যায়,শীতের তীব্রতা বৃদ্ধির কারণে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এদিন তিনশো মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।শীতবস্ত্র বিতরনকালে সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা,ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।এদিন পৃথক আরেকটি কর্মসূচিতে অংশগ্রহন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হিরামনী।এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্থানীয় জনসাধারনের সাথে হ্যাঁ ভোটের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন।এছাড়াও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটারদের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানান।







