

লামা উপজেলার আজিজনগরে এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে লামা উপজেলার ঐতিহ্যবাহী আজিজ উদ্দিন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান পার্বত্য জেলার আহ্বায়ক বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো.ওসমান গনি, সাশৈপ্রু,মুজিবুর রশিদ মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।এসময় সাচিং প্রু জেরী বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পারবে।উদ্বোধনী দিনের খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর হয়ে ওঠে।এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২৬ বান্দরবানের ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা আয়োজকদের।







