বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৬ ৩:১৫ : অপরাহ্ণ 16 Views

বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বান্দরবান জেলাসহ রুমা,আলীকদম ও থানচি উপজেলায় চলমান মডেল মসজিদ নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তদারকি জোরদার করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এছাড়াও জেলা, উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল দপ্তরের নিজ নিজ ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।রবিবার (১১ই জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।এসময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব দুর্গম এলাকার ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই,সেসব ভোটকেন্দ্রে যথাসময়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতাধীন চলমান বিভিন্ন সড়কসমূহের মেরামত করতে সংশ্লিষ্টদের বলা হয়।আলোচনা সভায় জেলা হাসপাতালের নতুন ২৫০ শয্যার ভবন নির্মাণ বিদ্যুৎ সংযোগ ও প্রশাসনিক জটিলতা নিরসনের মাধ্যমে হাসপাতালটি চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মো.আবদুর রহমান,স্থানীয় সরকার উপপরিচালক মাহাবুব উল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক সহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তরের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর