

কালাঘাটা সরকারি শিশু পরিবারে নিবাসীদের অভিবাবক সমাবেশ,পিঠা উৎসব ও বার্ষিক পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭জানুয়ারি) কালাঘাটা সরকারি শিশু পরিবার চত্বরে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি”র প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মিলটন মুহুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ম্যা ম্যা নু মার্মা,নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো.আশফাক,নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সরকারি শিশু পরিবারের তত্বাবধায়ক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল)।আলোচনা বক্তারা বলেন,কালাঘাটা সরকারি শিশু পরিবার বছরের শুরুতেই এমন একটি আয়োজন প্রশংসনীয়।এতে নিবাসীরা নিজ নিজ অভিবাবকদের সাথে চমৎকার একটি সময় উপভোগের সুযোগ পেলো।এসময় বক্তারা পড়াশোনার প্রতি মনযোগী হবার আহবান জানান।বিভিন্ন জাতীয় দিবসে সরকারি শিশু পরিবারের শরীরচর্চা প্রদর্শনীসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করা হয়।সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে জানিয়ে নিবাসীদের যেকোনও প্রয়োজনে সহযোগিতা করার প্রত্যয় জানানো হয়।এদিন বিশেষ অভিবাবকদের সম্মানে বিশেষ প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকারি শিশু পরিবার।পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।এছাড়াও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।এতে হরেক রকমের বাহারি পিঠার স্বাদ নেয়ার সুযোগ পেয়েছে নিবাসী ও অভিবাবকবৃন্দ।







