

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের চৌধুরী মার্কেটস্থ জেলা কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বান্দরবান জেলা বিএনপি এর আহ্বায়ক ও ৩০০নং সংসদীয় আসনে বিএনপি মনোনিত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী এর সার্বিক তত্বাবধানে ও উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন,আমরা আজ গভীরভাবে শোকাহত।আজকের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে।গণতন্ত্রের জন্য যে সংগ্রাম তিনি করেছেন তা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল।তিনি আজীবন এই দেশ এবং এই দেশের মানুষের কল্যানের জন্য কাজ করেছেন।তার দেশপ্রেম ও সততা সত্যিকার অর্থেই সবার জন্য অনুকরণীয়।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো.ওসমান গণি,সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।বান্দরবান জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মো.শহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।এদিকে বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম এর উদ্যোগে পৃথক আরও একটি খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এসময় মহিলা দলের নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বান্দরবান জেলা মহিলা দল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।







