

বান্দরবান সদর থানাধীন মিলনছড়ি চেকপোস্ট তদারকি এবং মিলনছড়ি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন বান্দরবানের নবাগত পুলিশ সুপার মো. আবদুর রহমান।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি পরিদর্শন করেন।এসময় পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সকল ফোর্সের আবাসন ব্যবস্থা,স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ,চিকিৎসা সেবা,বিশুদ্ধ পানি ব্যবহার,পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজস্ব নিরাপত্তা বিষয়ে কথা বলেন।
তিনি বলেন,প্রত্যেক পুলিশ সদস্যকে সততা,নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ প্রদান করার পাশাপাশি জনগণ যাতে যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করারও নির্দেশ দেন।এসময় ক্যাম্পের ইনচার্জ সহ ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা পুলিশ সুত্রে জানা গেছে একইদিন পুলিশ সুপার মো.আবদুর রহমান চিম্বুক পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন।পরে তিনি থানচি থানা পরিদর্শন করেন এবং রাত্রিকালিন রোল কল এ উপস্থিত হয়ে দিকনির্দেশনা প্রদান করেন।এসময় সহকারি পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হুসাইনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







