রুমায় সেনা উদ্যোগে স্কুল ও কমিউনিটি সেন্টার সংস্কার কাজের উদ্বোধন


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৪ : অপরাহ্ণ 28 Views

রুমায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্কুল ও কমিউনিটি সেন্টার সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) রুমা সেনা জোনের (৩৮ ই বেংগল) তত্ত্বাবধানে রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়ায় স্কুল ও কমিউনিটি সেন্টারের সংস্কার এবং নতুন টয়লেট নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এ ডব্লিউ এম হাসিবুল হাসান,পিএসসি,উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত অধিনায়ক),৩৮ ই বেংগল।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এ সময় ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও জানান,যেকোনো সমস্যায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং থাকবে।নবসংস্কারকৃত স্কুল ও কমিউনিটি সেন্টার স্থানীয় জনগণের সামাজিক অনুষ্ঠান,সভা ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।৩৮ ই বেংগল-এর এ উদ্যোগ পার্বত্য এলাকায় উন্নয়ন ও আস্থাভিত্তিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর