

মনোনয়নপত্র দাখিল করেছেন বান্দরবানের ৩০০নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনির কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম,নির্বাচন কর্মকর্তা মো.আবদুল শুক্কুর প্রমুখ।মনোনয়ন ফরম জমা দিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাচিং প্রু জেরী প্রথমেই, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সামনে রেখে বান্দরবাসির আকাঙ্খা ও ইচ্ছার প্রতি আস্থা রেখে সংসদীয় ৩০০নং আসনে মনোনয়ন দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন।নির্বাচিত হলে স্বাস্থ্য,শিক্ষা,সুপেয় জল, আত্মকর্মসংস্থান,পর্যটন কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বান্দরবান জেলার সামষ্ঠিক উন্নয়নে কাজ করার প্রত্যয় জানান।ভালো ভোটার উপস্থিতি থাকবে এমন প্রত্যাশা জানিয়ে বান্দরবানের সকল জাতিসত্বাকে নিয়ে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করার কথাও এসময় তিনি উল্লেখ করেন।এদিকে সংসদীয় আসন ৩০০নং বান্দরবান এর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি সকলকে নির্বাচনী আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত সার্বিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়ে যাচ্ছেন।মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্বপালন করা কর্মকর্তাদের জেলা সদর থেকে নিয়মিত দিকনির্দেশনার পাশাপাশি নিবিড়ভাবে নির্বাচআী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে,এ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য বান্দরবানে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন।এর মধ্যে রয়েছেন বিএনপির জেলা আহ্বায়ক সাচিং প্রু জেরী,জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো.আবুল কালাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো. আবুল কালাম আজাদ,জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, এনসিপির আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।







