

বান্দরবানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও খ্রিস্টীয় নববর্ষ-২০২৬ উপলক্ষে ফাতিমা রাণী গীর্জাসহ বিভিন্ন চার্চ গুলোতে শুভেচ্ছা উপহার হিসেবে বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে গির্জায় গির্জায় কেক নিয়ে শুভেচ্ছা বার্তা পৌছালেন স্বয়ং সাচিং প্রু জেরীর সহধর্মিণী ম ম চিং।বুধবার (২৪ ডিসেম্বর) তিনি বান্দরবান জেলা সদরের অন্তত ২৫ গির্জা ও ত্রিপুরা পল্লীতে কেক পৌছে দেন।এদিন শুরুতেই তিনি বান্দরবানের ঐতিহ্যবাহী ফাতিমা রানী চার্চের কেক পৌছান।এসময় ফাদার সুবির দাশসহ বিভিন্ন গীর্জার ফাদার,সিস্টার ও খ্রিস্টান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা বিএনপি সুত্রে জানা যায়,বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সাচিং প্রু জেরীসহ অধিকাংশ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছিলেন।যেকারনে প্রচারবিমূখ জেরী পত্নী ম ম সিং এমন ধর্মীয় উৎসবে গির্জাগুলো তে কেক পৌছে দিয়ে সাচিং প্রু জেরীর পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম স্যোশাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করার পর বিষয়টি আলোচনায় উঠে আসে।







