লামা উপজেলায় অবৈধ ৪ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৫ ডিসেম্বর, ২০২৫ ৬:১৩ : অপরাহ্ণ 25 Views

বান্দরবান জেলার লামা উপজেলায় চার অবৈধ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাইম্যাখোলা এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন।সূত্র জানায়,পাহাড় কেটে ও লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা করছে ভাটা মালিকরা।এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্র্যাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় প্রতি ইটভাটাকে ২ লাখ টাকা হারে এবিসি-৪,এমবিআই, বিবিসি ও ডিবিএম নামক ইটভাটা মালিককে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত ২০১৯) এর ১৪ ধারা আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা। স ফোর্সসহ অভিযানে সার্বিক সহযোগিত করেন।অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন,লাইসেন্স বিহীন ও পাহাড় কেটে ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ।এতে পরিবেশের যেমন ক্ষতি হয়,তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে। আইন ভঙ্গ করে যারা এসব কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর