বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন


অনলাইন ডেস্ক

প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৬ : অপরাহ্ণ 18 Views

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসায় অগ্নিসংযোগ করেছে রেড জুুলাই নামে একটি সংগঠনের সদস্যরা।স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে সংগঠনটির সদস্যরা বান্দরবান জেলা শহরের রাজার মাঠের পাশে অবস্থিত বীর বাহাদুর উশৈসিং-এর পাঁচতলা বাসভবনে হামলা চালায় এবং পরে অগ্নিসংযোগ করে।এসময় আগুনে বীর বাহাদুরের বাসভবনের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচে পার্কিংয়ে থাকা ১টি পাজারো ও ১টি প্রাইভেটকার এবং ১টি মোটরসাইকেলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে,এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় বান্দরবান শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।বান্দরবান ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,অগ্নিকাণ্ডে গাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা হবে।প্রত্যক্ষদর্শীরা জানান,ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলটির একাংশের সদস্যরা সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছালে ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয়।দাউদাউ করে জ্বলে উঠা আগুনের লেলিহান শিখা দেখে এসময় স্থানীয় বসবাসকারীরা আতংকিত হয়ে পড়ে।এ ঘটনার পর থেকে জেলা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাজার মাঠ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন,বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েন।এদিকে সাবেক পার্বত্য মন্ত্রী বান্দরবান আসনে পরপর ৭ বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসুচী চালাচ্ছে রেড জুলাই এর নেতাকর্মীরা।শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় তারা বান্দরবান পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে এবং প্রধান ফটকে অবস্থান গ্রহন করে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর