আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৪ : অপরাহ্ণ 38 Views

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উৎসবমুখর,সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ক্রীড়া উৎসব স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি,সৌহার্দ্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে কুরুকপাতা বাজার এলাকায় টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।শুরুতে স্থানীয় আয়োজক কমিটির ব্যবস্থাপনায় প্রতিযোগিতা পরিচালিত হলেও,অংশগ্রহণকারী দল ও দর্শকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তীতে আলীকদম সেনা জোনের অধীনস্থ মেনদপাড়া আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি পরিচালিত হয়।এতে কুরুকপাতা ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৪টি দল অংশগ্রহণ করে।দীর্ঘ প্রতিযোগিতার পর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।অপরদিকে কালিয়ারছড়া একাদশ রানারআপ হিসেবে নির্বাচিত হয়।টুর্নামেন্টে সেরা খেলোয়াড়,সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনদপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব।এসময় আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি আনুমানিক ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ দর্শক খেলা উপভোগ করেন,যা পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে।আলীকদম সেনা জোনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল কুরুকপাতা যুব একাদশকে ৫ হাজার টাকা নগদ অর্থ ও একটি ফুটবল এবং রানারআপ দল কালিয়ারছড়া একাদশকে ৩ হাজার টাকা নগদ অর্থ ও একটি ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।আয়োজক ও স্থানীয়রা জানান,টুর্নামেন্ট চলাকালীন সময় থেকে শুরু করে সমাপ্তি পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।খেলাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।প্রসঙ্গত,ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি,স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা জোরদারে আলীকদম সেনা জোনের ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর