বান্দরবানে আন্তর্জাতিক পর্বত দিবসে দৌড়ালো দেড় শতাধিক দৌড়বিদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২৫ ৪:২০ : অপরাহ্ণ 4 Views

আন্তর্জাতিক পর্বত দিবসে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল মিনি ম্যারাথন প্রতিযোগিতা।নারী-পুরুষ,কিশোর ও প্রবীণ—মোট তিনটি ক্যাটাগরিতে প্রায় ১৫০ জন দৌড়বিদ অংশ নেন এবারের আয়োজনে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে শহরের রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।ম্যারাথনটি রাজার মাঠ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌড়বিদরা পাহাড়ের উঁচু-নিচু, আঁকা-বাঁকা পথ ধরে ৫ কিলোমিটার অতিক্রম করে মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে দৌড় শেষ করেন।কঠিন পাহাড়ি রাস্তায় দৌড়ে অংশ নিতে পেরে দৌড়বিদদের মাঝে ছিল উৎসাহ ও উচ্ছ্বাস।প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও মেডেল প্রদান করেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।পুরষ্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর,সদস্য মোহাম্মদ আবুল কালাম,নাছির উদ্দিন,জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।আয়োজকরা জানান,পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বে তুলে ধরা,পর্বতকে রক্ষা করা এবং জনসচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ।এছাড়া, প্রাকৃতিক সৌন্দর্য আর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানের পর্যটন খাতে নতুন দিগন্ত যোগ করার পাশাপাশি পাহাড় ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করবে বলে আশা সবার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর