

বান্দরবানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) বান্দরবান ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সুবহান।এসময় বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আনিসুুর রহমান (মোহন),পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমান,জেলার সাবেক দপ্তর সম্পাদক আলমগীর হোসেন রাজু প্রমূখ উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক।যিনি জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছেন বাংলাদেশের মানুষের অধিকার,ভোটের মর্যাদা ও স্বাধীন মতপ্রকাশের পক্ষে সংগ্রামরত অবস্থায়।বর্তমানে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন।তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রতিটি ঘরে ঘরে দোয়ার আহবান জানানো হয়।এসময় দলের কর্মী-সমর্থকরা আবেগাপ্লুত হয়ে প্রার্থনায় অংশ নেন।নেতৃবৃন্দ বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।







