রাঙ্গামাটিতে পিসিএনপির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৫ ৪:৫৪ : অপরাহ্ণ 243 Views

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে উৎসবমুখর,শৃঙ্খলাবদ্ধ ও প্রানবন্ত পরিবেশে রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে এই অভিষেকের আয়োজন করা হয়।অভিষেকে নবনির্বাচিত সংগঠনের নবনির্বাচিত কমিটিসক বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাঙামাটি জেলা পিসিএনপির সভাপতি ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো.সোলাইমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিসিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম মাষ্টার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।তিনি বলেন, পিসিএনপি শুধু একটি সংগঠন নয়,এটি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রাম,শান্তি ও উন্নয়নের প্ল্যাটফর্ম।সামনে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ,দায়িত্ব ও জনগণের প্রত্যাশা রয়েছে।সেগুলো পূরণের জন্য তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত মহাসচিব শাব্বির আহমেদ বলেন, সংগঠনের নীতিগত অবস্থান,সাম্প্রতিক কার্যক্রমসহ ভবিষ্যৎ পরিকল্পনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।ফলে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পিসিএনপিকে আরও শক্তিশালী করা হবে।পার্বত্য অঞ্চলের জটিল রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভারসাম্যপূর্ণ ভূমিকা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবু তাহের,শেখ আহমেদ রাজু,ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল মজিদ,মাওলানা আবু বক্কর ছিদ্দিক,এম. রুহুল আমিন,মো.নাছির উদ্দীন, লোকমান হোসেন, শাহাদাত হোসেনসহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা।এছাড়া যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আযম এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য মো.নাছির উদ্দিন,লোকমান হোসেন,শাহাদাৎ ও রুহুল আমীন উপস্থিত ছিলেন।তারা বলেন,পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা,পারস্পরিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পিসিএনপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।যুব পরিষদ ও ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নতুন কমিটির প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত কমিটির সফলতা,সংগঠনের ঐক্য এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি-উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এদিন প্রধান অতিথি ও সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান আগামী তিন বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট পিসিএনপির কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর