

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় স্থানীয় হেলাল উদ্দিন মেম্বারের বিএইচবি ব্রিকস ও জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস নামক ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়,মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এবং প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।উক্ত মোবাইল কোর্টে মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধ ভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা।বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন,পরিবেশ সুরক্ষায় বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।







