তারুণ্যের উৎসব ঘিরে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ


নিজস্ব সংবাদাতা প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২৫ ১:২১ : পূর্বাহ্ণ 154 Views

তারুণ্যের উৎসব-২৫ ঘিরে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণমূলক কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে।তরুণদের দক্ষতা বিকাশ,আত্মকর্মসংস্থান তৈরি এবং সামাজিক উন্নয়নে যুবসমাজকে গভীরভাবে সংযুক্ত করতে সপ্তাহব্যাপী হাঁস-মুরগী পালনের প্রশিক্ষণ আয়োজন করে বান্দরবান সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়।এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ নভেম্বর) রেইচা এলাকাস্থ সাতকমল পাড়া কমিউনিটি সেন্টারে সমাপনী অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি।সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যাক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মারুফা বলেন,দক্ষ যুব সমাজ গঠনই উন্নত বাংলাদেশের প্রধান ও পুর্বশর্ত।যুবকদের মেধা ও দক্ষতাই জাতির অমূল্য সম্পদ।তিনি আরও বলেন,স্থানীয় তরুণদের দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এমন প্রশিক্ষণমূলক কার্যক্রম গুরুপূর্ন ভূমিকা রাখতে পারবে।যা সমাজিক পরিবর্তনে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও উদাহরন হয়ে থাকবে।জানা যায়,৭ দিনের এই প্রশিক্ষণমূলক কার্যক্রমে সহযোগিতা করেছে বিবর্তন যুব সেচ্ছাসেবক নেটওয়ার্ক।প্রায় ৫০ জন যুবক ও যুবতী এই প্রশিক্ষণটি তে অংশ নেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর