

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বান্দরবান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ১৫দিন ব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা পক্ষ।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বান্দরবানের বাসস্টেশন এর টানেল পয়েন্ট থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক।এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর পৌরসভার কর্মকর্তা ও কর্মচরীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন।পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন,তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আমরা পুরো শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছি।তিনি আরো বলেন, আমরা আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে মাইকিং,লিফলেট বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাম্পেইনও চলবে।এসময় তিনি পৌরবাসীকে পৌর শহর সুন্দর রাখতে সহযোগিতা করার আহবান জানান।পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া,স্যানিটারী পরির্দশক মো.হোসাইন,কনসারভেটিভ সুপারভাইজার দিদারুল হক চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে অভিযানের অংশ হিসেবে বাসস্টেশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরসভায় গিয়ে শেষ হয়।২৪ নভেম্বর শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা পক্ষ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলছে বলে জানান আয়োজকেরা।







