

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) ৪ জন সদস্য ও জান্তা সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি।রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২ হতে দেড় কিলেমিটার দূরে ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়ায় মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য স্থানীয়দের কাছে আশ্রয় নেন।পরে খবর পেয়ে ৩৪ বিজিবি অধীনস্থ মংজয় পাড়া বিওপির টল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।আটককৃতরা হলেন-মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫),আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথু রা (৩৮), মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২),ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী জানান,আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য আটকের বিষয়ে আমরা অবগত হয়েছি,তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।থানায় হস্তান্তর করা হলে আইনত ব্যবস্তা নেওয়া হবে বলেও জানান তিনি।







