এই মাত্র পাওয়া :

পিসিএনপি নির্বাচনঃ সভাপতি কাজী মজিবর-মহাসচিব শাব্বির আহমেদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২৫ ৫:৫৬ : অপরাহ্ণ 28 Views

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ২০২৫ সালের জন্য নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করেছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এ নির্বাচনে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী মজিবর রহমান এবং মহাসচিব হয়েছেন মো.শাব্বির আহমেদ।নির্বাচনে স্থায়ী কমিটির ২৫ জন ভোটারের মধ্যে ১৭ জন উপস্থিত থেকে ভোট প্রদান করেন।নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন রেজাউল করিম ও অধ্যক্ষ আবু তাহের।কাজী মজিবর রহমান সর্বাধিক ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।দীর্ঘদিন ধরে সংগঠনের নীতি নির্ধারণ,দিকনির্দেশনা এবং সাংগঠনিক উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সদস্যরা তার ওপর আস্থা রেখেছেন।তার সততা,নেতৃত্বগুণ ও ব্যাপক গ্রহণযোগ্যতা পিসিএনপির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংগঠনের নেতারা মনে করছেন।তিনি দায়িত্ব গ্রহণের পর সংগঠন পুনর্গঠন,সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নে আরও জোর দেবেন বলে আশা করা হচ্ছে।
মহাসচিব পদে ছিল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।মো. শাব্বির আহমেদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল মজিদ এবং এডভোকেট পারভেজ তালুকদার। প্রতিযোগিতামূলক এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে শাব্বির আহমেদ মহাসচিব নির্বাচিত হন।তার সাংগঠনিক দক্ষতা,তথ্যনির্ভর কাজের কৌশল এবং তরুণ নেতৃত্বের গ্রহণযোগ্যতা তাকে এই পদে এগিয়ে রেখেছে বলে সদস্যরা মনে করেন।তিনি সংগঠনকে আধুনিক, কার্যকর ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নির্বাচন শেষে উপস্থিত সদস্যদের স্বাক্ষরে একটি রেজুলেশন গৃহীত হয়,যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১০ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।নতুন সভাপতি ও মহাসচিব যথাসময়ে বাকি পদগুলোতে যোগ্য,নিষ্ঠাবান এবং সংগঠনের প্রতি প্রতিশ্রুতিশীল নেতাদের অন্তর্ভুক্ত করবেন।এতে পিসিএনপির কাঠামো আরও সুসংহত হবে এবং কার্যক্রমে নতুন গতি আসবে।সদস্যরা মনে করছেন, নতুন নেতৃত্ব সংগঠনের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে,অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত নিরসন করবে,সদস্যদের মধ্যে ঐক্য জোরদার করবে এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াবে।জাতীয় ও স্থানীয় পর্যায়ে পিসিএনপির কার্যক্রম আরও দৃশ্যমান হবে এবং সংগঠনের সুনাম বৃদ্ধি পাবে এমন বিশ্বাসও ব্যক্ত করেছেন তারা।পিসিএনপির এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তন নয়,বরং সংগঠনের গণতান্ত্রিক মানসিকতা ও স্বচ্ছতার প্রতিফলন।কাজী মজিবর রহমান সভাপতি এবং মো.শাব্বির আহমেদ মহাসচিব নির্বাচিত হওয়ায় সংগঠন নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।সদস্যদের ভোটে নির্বাচিত এ নেতৃত্ব ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী ভিত্তি দেবে এবং সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে সবার দৃঢ় প্রত্যাশা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর