

বান্দরবানের লামায় ইটভাটায় অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চকরিয়া– মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষ হয়।ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের অন্তত সাত সদস্য আহত হন। শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে,নারী–শিশুসহ ৫০ জনের বেশি শ্রমিক আহত হয়েছেন।এর মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন।সংঘর্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ,বিজিবি ও ট্রাকসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।ঘটনাস্থল থেকে ইটভাটার আট শ্রমিককে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।গত চার দিন ধরে ইটভাটায় অভিযানে গেলে প্রশাসন বাধার মুখে পড়ছে বলেও জানা গেছে।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম,আলীকদম সেনা জোনের উপঅধিনায়ক মেজর হাফিজ,সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।অভিযানে সেনাবাহিনী,পুলিশ,বিজিবি,ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশ নেয়।সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, ‘ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে।অনেকে আহত হয়েছেন।’ শ্রমিকদের দাবি, সংঘর্ষে তাদের ৫০ জনের বেশি আহত হয়েছেন এবং আটকের ঘটনাও ঘটেছে।শ্রমিকদের বাধার মুখে অভিযান শেষে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মামলা রুজু করেছে প্রশাসন।আসামীদের গ্রেফতারে চলছে সাড়াশি অভিযান।







