এই মাত্র পাওয়া :

বাইশারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন


আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২৫ ৫:৫০ : অপরাহ্ণ 12 Views

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় বাইশারী স্কুল ও কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।আয়োজক বাইশারী যুব ও ক্রীড়া সংগঠন পরিচালিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইদগড় চাইল্লাতলি ফুটবল একাদশ এবং উত্তর বাইশারী ফুটবল একাদশ।নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের আক্রমণ-প্রতিআক্রমণ সত্ত্বেও গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।রোমাঞ্চকর টাইব্রেকারে চাইল্লাতলী ফুটবল একাদশ ৪ গোল ও উত্তর বাইশারী ফুটবল একাদশ ৫ গোল করলে এক গোলে জয়ী হয় উত্তর বাইশারী ফুটবল একাদশ। মাঠে তখন উচ্ছ্বাস আর উৎসবে ভরে ওঠে পুরো এলাকা।অনুষ্ঠান পরিচালনা করেন যুব ও ক্রীড়া সংগঠনের সদস্য জসিম উদ্দিন।টুর্নামেন্টের সভাপতি,বান্দরবান জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল বলেন, “বাইশারী ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট যুবসমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন ক্রীড়া বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে।” তিনি টুর্নামেন্টকে নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা,দক্ষিণ চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ রফিক বসরীসরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালামবিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম বান্টুসাবেক সদস্য সচিব আবুল কালামস্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আবদুর রশিদরাবার বাগানের সিনিয়র ব্যবস্থাপক আল আমিনশ্রমিকদলের আহবায়ক ছব্বির আহমদকৃষক সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখরেফারির দায়িত্বে ছিলেন মো.হোসাইন ও তার দুই সহকারী।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।খেলাকে ঘিরে পুরো বাইশারী ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর