

‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বান্দরবান ডায়াবেটিকস সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিস হাসপাতালের মিলনায়তনে গিয়ে সমবেত হয়।পরে বান্দরবান ডায়াবেটিস হাসপাতালে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডায়াবেটিকস হাসপাতালের সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লিটন,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রশিদ,প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।সভায় বক্তারা বলেন, ‘ডায়াবেটিস হলো এমন একটি দীর্ঘস্থায়ী রোগ-যেখানে শরীর রক্তে শর্করার মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না।এর প্রধান কারণ হলো শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাব বা ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে না পারা, এর ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত তৃষ্ণা,ঘন ঘন প্রসাব, ক্লান্তি ও দৃষ্টি ঝাপসা হওয়া।’ বক্তারা ডায়াবেটিস রোগ সর্ম্পকে সবাইকে সচেতন থাকা এবং যারা এই রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ায় আহ্বান জানান।







