

বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।উদ্ধার করা হয়েছে চুরিকৃত স্বর্ণালংকার,গ্রেফতার হয়েছে এক আসামি।সোমবার (১০ নভেম্বর) দুপুরে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।এসময় তিনি আরো জানান,গত ৪ নভেম্বর থেকে ৭নভেম্বর পর্যন্ত বান্দরবান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বালাঘাটা মাছ বাজারের পেছনে মিনহাজুল আবরার ফয়সাল বাড়িতে ছিল না।আর এই সময় তার বাড়িতে চুরির ঘটনা।পরিবারের সবাই বাড়ীর বাইরে থাকার সুযোগে দরজা আলমারি থেকে ২৭ ভরি ৮ আনা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।পরে বিষয়টি পুলিশকে জানালো পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার সাথে জড়িত বালাঘাটা সদরের বাসিন্দা আসামি মো. ইদ্রিছ (৪২) কে গ্রেফতার করে।এসময় আসামী মো.ইদ্রিছ এর দেয়া তথ্যর ভিত্তিতে মাটির নিচে লুকিয়ে রাখা ১১ ভরি ১ আনা ৫রতি ১পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশ সুপার জানায়,আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।তিনি আরো জানান বান্দরবানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে।এসময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপ্স) জিনিয়া চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ সরদার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে,অফিসার ইনচার্জ বান্দরবান সদর থানা মো.মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







