

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান (৩০০ নং) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর সাথে জেলার তঞ্চঙ্গ্যা সম্প্রদায় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ নভেম্বর) পুরাতন রাজবাড়ীস্থ সাচিং প্রু জেরী এর বাসভবন প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।মতবিনিময় সভা পরিচালনা করেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা।সভায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা তাঁতী দলের সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা,সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হরিস চন্দ্র তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অমিত বিকাশ তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুবিরাম তঞ্চঙ্গ্যা, নারী নেত্রী বিনতরি তঞ্চঙ্গ্যা,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনন্দ তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ত তং তঞ্চঙ্গ্যা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুবাজয় তঞ্চঙ্গ্যা।প্রধান অতিথি সাচিং প্রু জেরী বলেন, “আমরা সবাই মিলে এই পাহাড়ের মানুষদের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের আন্দোলনে একসাথে কাজ করব।জনগণের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।সভায় বক্তারা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভায় বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







