

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে বান্দরবান জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।বুধবার (৫ নভেম্বর) জেলা মহিলা দল সভাপতি কাজী নিরুতাজ বেগমের নেতৃত্বে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করে নারী নেত্রীরা।সাক্ষাৎকালে মহিলা নেতৃবৃন্দ সাচিং প্রু জেরীকে আসন্ন নির্বাচনে বিএনপি এর মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এসময় সাচিং প্রু জেরীর বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত মহিলা নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা মহিলা দল সভাপতি জোসনা আক্তারসহ শীর্ষস্থানীয় মহিলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিলা দলের কৌশল নির্ধারণে আলোচনা হয়।নেতৃবৃন্দ মনে করেন,সাচিং প্রু জেরীর মতো জনপ্রিয় ও পরীক্ষিত নেতার মনোনয়ন বান্দরবানে বিএনপির অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আগামী নির্বাচনে দলের বিজয় অর্জনের পথকে প্রশস্ত করবে।সাচিং প্রু জেরীও মহিলা দল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বান্দরবানের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।লামা উপজেলা ও পৌর বিএনপির মহিলা নেতৃবৃন্দের এই সাক্ষাৎ, আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে তৃণমূলের নারী কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত বহন করে।







