

বান্দরবানে দুস্থ ও অসহায়দের মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-টু মেজর পারভেজ রহমান অসহায়,দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে মানবিক এই সহায়তা তুলে দেন।এসময় গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ করার জন্য ঢেউটিন বিতরণ, অসহায় নারীদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, লাইমী পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে চেয়ার প্রদান এবং ৪টি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।এসময় পার্বত্য এলাকায় বসবাসরত বম সম্প্রদায়ের ৬জন এতিম শিশুকে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি ৬ জনের আগামী এক বছরের যাবতীয় ব্যয়ভার বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক প্রদান করা হয়।এই ধরনের সেবামূলক কাজ বান্দরবান রিজিয়ন কর্তৃক সর্বদা চলমান থাকবে বলে এসময় আশাবাদ ব্যাক্ত করেন বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-টু মেজর পারভেজ রহমান।এদিকে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা পেয়ে খুশি এলাকাবাসী।







