

বান্দরবানের লামার ফাইতং ও ইয়াংছা ইউনিয়নে ৬ টি অবৈধ ইটভাটায় ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,বান্দরবান।বুধবার (৫ নভেম্বর) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় দুপুর আনুমানিক ২ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা PBN,BNB এবং ফাইতং ইউনিয়নে YSB, BMW,4BM,UBN কে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত এক অভিযানকালে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করা হয়।এ সময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷ সকল ইটভাটা মালিককে এরুপ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। লামা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন,বান্দরবান জেলা প্রশাসক এর নির্দেশানায় এই অভিযান পরিচালনা করা হয়েছে আর অভিযানে ফাইতং ও ইয়াংছা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন,২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৬ ইট ভাটায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।







