

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এবারের জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়েছে।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপি এর আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বান্দরবান জেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।বুধবার (৫ নভেম্বর) পুরাতন রাজবাড়ী এলাকাস্থ সাচিং প্রু জেরীর বাসভবন প্রাঙ্গণে বান্দরবান জেলা যুবদলের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের ধানের শীষের প্রার্থী,সাবেক সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন চৌধুরী মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা যুবদল,সদর পৌর যুবদল ও সদর উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তারা বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলকে সক্রিয় ভূমিকা পালন করবে।এছাড়াও নির্বাচনী প্রচার প্রচারণা বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত যুবদল নেতৃবৃন্দ।এসময় সাচিং প্রু জেরী উপস্থিত যুবদল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান।এসময় জেলা যুবদল সভাপতি জহির উদ্দিন মাসুম বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী কে বিজয়ী করতে জেলা যুবদল এখন থেকেই একনিষ্ঠভাবে কাজ করবে।জেলাস্থ প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দকে মাঠেঘাটে ময়দানে প্রচার প্রচারনা শুরু করতে সার্বিক প্রস্তুতি ও দিকনির্দেশনা দিবে জেলা যুবদল।







