

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী হিসাবে সা চিং প্রু জেরীর নাম ঘোষনা করেছে বিএনপি।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর ঘোষণা করা হয়।সেই সময় প্রার্থী হিসাবে বান্দরবান আসনে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এদিকে বিএনপির প্রার্থী সা চিং প্রু জেরীকে দলীয় মনোনয়ন ঘোষনার পর বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।







