বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা,বান্দরবান প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৫ ৩:০৪ : অপরাহ্ণ 200 Views

বান্দরবানে প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সড়ক নির্মাণে বাঁধা প্রদান ও চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) সকালে জেলা শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় সর্বস্তরের জনসাধারনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন,আমরা পূর্ব পুরুষের আমল থেকে পশ্চিম বালাঘাটা এলাকায় বসবাস করে আসছি।বর্তমানে আমাদের পাড়ায় প্রায় ২শ পরিবার রয়েছে।কিন্তু অত্যন্ত দু:খের বিষয় আমাদের এলাকাটি প্রথম শ্রেনীর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের হওয়ার পরও আমাদের যাতায়াতের কোন রাস্তা নেই।দীর্ঘ বছর ধরে আমরা অনেক কষ্ট করে যাতায়াত করে আসছি। বিশেষ করে এলাকার কোন বাসিন্দা গুরুত্বর অসুস্থ হলে কাঁধে করে অনেক দুর হেটে রাস্তায় এনে হাসপাতালে নিতে হয়।বক্তারা আরো বলেন, এই রাস্তাটি নির্মাণ করার জন্য বেশ কয়েকবার টেন্ডার হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে আমাদের রাস্তাটি না হয়ে অন্য জায়গায় রাস্তা নির্মাণ হয়েছে।সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বালাঘাটা ১নন্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা সড়ক হতে হাজী নুরুল আলম হয়ে অংসিংপ্রু রেসিডেন্সিয়াল এলাকায় পাড়ার রাস্তাটি নির্মাণ করার জন্য টেন্ডার হয়।পরবর্তীতে ঠিকাদারের প্রতিনিধিরা রাস্তাটি নির্মাণ করতে আসলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও ইটভার মালিক মাকসুদুল আলম কোম্পানী ও তার ভাতিজা দিদারুল করিম রাস্তা কাজ বন্ধ করে দেয় এবং ঠিকাদারের প্রতিনিধিদের মারধরের হুমকিসহ চাঁদা দাবী করে।এছাড়াও বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করে আসছে এই প্রভাবশালী ব্যক্তিরা।তাদের এমন কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাই।যদি ভবিষ্যতে রাস্তা নির্মাণ কাজে বাঁধা করে তাহলে এলাকার সাধারণ জনগন তা কঠোর হস্তে দমন করবে বলে হুশিয়ারী দেন বক্তারা।এসময় মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,সুনীল দে,মো. আজম,বাবু দে,বাসু দে’সহ এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর