আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কাজ করবোঃ অধ্যাপক থানজামা লুসাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২৫ ৮:৩১ : অপরাহ্ণ 174 Views

বান্দরবানস্থ দরিদ্র পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কৃষি ও আশ্রয় উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের গেষ্ট হাউজের প্রাঙ্গনে ইউএনডিপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বান্দরবান সদর উপজেলার ১ হাজার ১শত ৩০জন দরিদ্র পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কৃষি ও আশ্রয় উপকরণ বিতরণ করা হয়। ইউএনডিপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দ্বারা বাস্তবায়িত WGEIE,CoRLIA I Biodiversity Conservation প্রকল্পের উপকারভোগী জনসাধারনের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।এসময় কোদাল,বেলচা,স্প্রে মেশিন,জেরিকেন আর আশ্রয় উপকরণ হিসেবে ত্রিপল,বালতি,দড়ি,হাড়ি-পাতিল,থালা,চামচ ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।বিতকরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় ইউএনডিপি এর জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা,ইউএনডিপি বান্দরবান জেলা প্রতিনিধি সেলিম উদ্দীন,সামিউল আলমসহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন,আমরা বান্দরবান জেলার সকল সম্প্রদায় তথা সকল সম্প্রদায়ের মানুষ মিলে একসাথে কাজ করতে চাই।এখানে জাতি-বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না।ইউএনডিপি অত্র এলাকার জন্য উন্নয়নমূলক কার্যক্রম পাশাপাশি স্থানীয় দরিদ্র চাষীদের মাঝে এইসকল প্রয়োজনীয় কৃষি ও আশ্রয় উপকরণ বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ,আশাকরি এগুলো তাদের অনেক উপকারে আসবে।বিতরণকালে ইউএনডিপি বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা বলেন,আমরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় কৃষি ও আশ্রয় সামগ্রী আজকে বান্দরবান সদর উপজেলার ১ হাজার ৭৬ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করছি এবং এরই ধারাবাহিকতায় আমরা এই মাসের মধ্যে বান্দরবানের ৭ উপজেলায় মোট ৫হাজার ৬শত ১০ পরিবার ও ১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এইসকল কৃষি উপকরণ বিতরণ সম্পন্ন করবো।আমরা আশা করছি এইসকল কৃষি উপকরণ যথাযথ ব্যবহার করে হতদরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর