

বান্দরবান জেলার লামা উপজেলা ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।বান্দরবান জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা মো.শহিদুল ইসলাম ও সদস্য সচিব মাওলানা মো.আবদুল আলীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘোষিত কমিটিতে মাওলানা মোহাম্মদ শামছুদ্দোহা-কে আহবায়ক ও মোহাম্মদ ইব্রাহিম খলিল-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।জেলা আহবায়ক হাফেজ মাওলানা মো.শহিদুল ইসলাম নবগঠিত কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে বলেন,লামা উপজেলা ওলামা দল ইসলামী চেতনায় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হবে।এ সময় তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের নীতি ও আদর্শ মেনে দেশ,ধর্ম ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।লামা উপজেলার নবগঠিত এই কমিটির ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।