

“সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একইস্থানে গিয়ে সমবেত হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান,সিনিয়র সহকারী কমিশনার ফয়েজুর রহমান,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো.ফারুক আহমদ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সভা শেষে দিবসটি উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে এক মহড়া অনুষ্ঠিত হয়।এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।