শিরোনাম: সেনা অভিযানের আগেই বিপুল পরিমাণ কাঠ সরালো সেই গাছ কামাল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন

বান্দরবানে কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম উন্নয়ন নিশ্চিতে পরিকল্পনা গ্রহন ও সুপারিশ বিষয়ক কর্মশালা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৪ অক্টোবর, ২০২৫ ৭:২২ : অপরাহ্ণ 185 Views

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং আইএলও,বাংলাদেশ এর সহযোগিতায় অত্র জেলার সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে “Validation Workshop on the Findings and Recommendations of Tourist Destinations” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা পরিষদের সদস্য ও PROGRESS প্রকল্পের ফোকাল ম্যা ম্যা নু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান,বান্দরবান জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মনসুর,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবিব সোহেল,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এড.আবুল কালাম,খামলাই ম্রো,বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার জালাল মো. আশফাকসহ পর্যটন সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।PROGRESS বান্দরবান জেলা সমন্বয়কারী খেমাজন ত্রিপুরা এর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় সাংবাদিক,বেসরকারি খাতের প্রতিনিধি (মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমিতি,হোটেল ও রিসোর্ট মালিক এসোসিয়েশন,চেম্বার অব কমার্স,উইমেন চেম্বারর্স অব কমার্স,ট্যুর অপারেটরস),ট্যুরিস্ট পুলিশ ও এনজিও প্রতিনিধি এবং রাঙামাটি ও বান্দরবান জেলা পরিষদের PROGRESS প্রকল্পের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।কর্মশালায় বক্তারা বলেন,বান্দরবানের পর্যটন খাত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখতে পারে।তবে এর সঙ্গে পরিবেশ সংরক্ষণ,জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।আলোচনায় উল্লেখ করা হয়,স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ,আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ ভ্রমণ ব্যবস্থা নিশ্চিত করে বান্দরবানকে আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যটন গন্তব্যে পরিণত করা সম্ভব।এসময় কর্মশালায় PROGRESS প্রকল্প সংক্রান্ত সম্যক ধারণা দেন আলেক্সিয়াস চিসাম,হেড অব চট্টগ্রাম অফিস (সিনিয়র প্রোগ্রাম অফিসার) বাংলাদেশ।এছাড়াও Findings & Recommendations on Tourist Destinations এর ওপর মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন লেলুং খুমী (কনসালটেন্ট),হান হান (কনসালটেন্ট),সাইং সাইং উ নিনি (কনসালটেন্ট)।কর্মশালায় বান্দরবান পার্বত্য জেলার জন্য লংবাইতং পাড়া ও ম্রলং ঝর্ণা এবং রাঙামাটি পার্বত্য জেলায় কামিলাছড়ি পূর্ব পাড়া ও কামিলাছড়ি পশ্চিম পাড়া এলাকায় কমিউনিটি বেসড ট্যুরিজম কার্যক্রম বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর