

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে এবং জেলা প্রশাসন,বান্দরবান সেনা জোন এর সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন এর কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে এসময় বান্দরবান সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হুমায়ন রশিদ,জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো.জাবেদ রেজা,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী ম্যাচে বান্দরবানের রুমা উপজেলা ফুটবল দলের মোকাবেলা করে রোয়াংছড়ি ফুটবল দল।উত্তেজনাপূর্বক খেলায় উভয় দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপূর্ণ্য প্রদর্শন করে ও খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা গোলশুণ্যভাবে সমাপ্তি হয়।আয়োজকেরা জানান,বান্দরবানের ৭উপজেলা থেকে নতুন নতুন ফুটবল খোলোয়াড় খুঁজে বের করে প্রতিভা বিকাশের জন্য এমন আয়োজন।
এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ১শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে এবং আগামী ২৭সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণ করা হবে।