

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেছেন,বাজারফান্ডভুক্ত জমি লীজের মেয়াদ বৃদ্ধি,ব্যাংক ঋণ চালু,তিন পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা কার্যকর করা এবং রাজার সনদ বাতিলের দাবি মেনে নেওয়া না হলে অচিরেই জেলা প্রশাসন কার্যালয় বন্ধ করা হবে।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ‘একটি জেলার জেলা প্রশাসক সরকারের সর্বোচ্চ প্রতিনিধি।তিনি চাইলে উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধান করতে পারেন।পার্বত্য জেলায় ভূমি অধিকার সীমাবদ্ধ থাকায় ৬১ জেলায় যাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও এখানে ভূমি মালিক হওয়া সম্ভব নয়,যা একটি স্বাধীন রাষ্ট্রে কাম্য নয়।’ তিনি হেডম্যানদের দ্বারা চলমান চাঁদাবাজিরও সমালোচনা করেন এবং হেডম্যান রিপোর্ট বাতিলের দাবি জানান।এই দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন।মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের অন্যান্য নেতা ও শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।