

বান্দরবানে শুরু হলো সেনা রিজিয়ন কাপ ফুটবল (সদর) প্রতিযোগিতা-২৫।মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বান্দরবান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুমুদুল হাসান,পিএসসি।উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মেজর এম এম ইয়াসিন আজিজ সভাপতিত্ব করেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুমুদুল হাসান বলেন, ‘বান্দরবানের পাহাড়ি জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড়ে পরিণত করার এই মহৎ প্রক্রিয়ার নেতৃত্ব সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দিচ্ছে।সেনাবাহিনী কেবল শান্তি ও নিরাপত্তারক্ষী নয়।বরং শিক্ষা,স্বাস্থ্য,উন্নয়ন ও ক্রীড়া বিকাশেও নিরলসভাবে কাজ করছে।এ ধরনের টুর্নামেন্ট একদিন দেশের জাতীয় ফুটবল দলে বান্দরবানের তরুণদের জায়গা করে দেবে।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা সমাজের শৃঙ্খলা,ঐক্য ও সম্প্রীতির প্রতীক।এটি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ মানসিকতা গড়ে তোলে।খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না।বরং নেতৃত্ব,সহনশীলতা ও দলবদ্ধ চেতনা তৈরি করে,যা জাতি গঠনে অপরিহার্য।’ উদ্বোধনী খেলায় অংশ নেয় সাঙ্গু ভয়েস ক্লাব বনাম পুরাতন চড়ুই পাড়া একাদশ।খেলায় প্রথমার্ধে টানটান উত্তেজনার পর পুরাতন চড়ুই পাড়া একাদশ ১-০ গোলে জয় লাভ করে।উক্ত টুর্নামেন্টে বান্দরবান সদর উপজেলার ১০টি দল অংশগ্রহণ করেছে।এদিকে খেলাটি দেখতে আশাপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক স্টেডিয়ামে জড়ো হয়েছেন।তারা উল্লাসে মেতে ওঠেন।টানা কয়েকদিনব্যাপী এই টুর্নামেন্ট খেলাধুলার উৎকর্ষের পাশাপাশি পাহাড়ি জনপদের সামাজিক বন্ধন, সম্প্রীতি ও ঐক্যের এক দৃষ্টান্ত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।